আই.আর.আর.এস.টি.সি গবেষণাপত্র-১৪৪৫/২০২৩
পদার্থ বিজ্ঞানের অতিপারমাণবিক যুগের অগ্রযাত্রা শুরু হয়েছিল প্রাচীন গ্রীক বিজ্ঞানী ডেমোক্রিটাসের হাত ধরে। তিনিই ছিলেন পদার্থের অতিপারমাণবিককরণের অগ্রদূত যিনি একটি পদার্থকে ভাঙতে ভাঙতে এত ক্ষুদ্রাতি ক্ষুদ্র, সূক্ষ্ণাতিসূক্ষ্ণ করেছিলেন যে, তাতে ক্লান্ত হয়ে এক সময় বলে উঠেছিলেনঃ গ্রীক ভাষায় “অ্যাটম” অর্থাৎ বাংলায় “আর ভাঙা যাবে না”। এই বলেই ডেমোক্রিটাস পদার্থের চূর্ণকরণে ক্ষ্যান্ত দিয়েছিলেন। অ্যাটম শব্দে তিনি বলতে চেয়েছিলেনঃ মহাবিশ্বের বস্তু্-পদার্থগত অবকাঠামোর উপাদান-উপকরণের মূলে রয়েছে একমাত্রিক অ্যাটম। অবশ্য, পরবর্তীতে আরেক গ্রীক বিজ্ঞানী অ্যারিস্টটল এসে মহাবিশ্বের একমাত্রিক কাঠামোর স্থলে চতুর্মাত্রিক ধারণাতত্ত্ব প্রকাশ করে বলেনঃ মহাবিশ্বের ভিত্তিমূলে রয়েছে ১) মাটি ২) পানি ৩) আগুন এবং ৪) বাতাস। অতঃপর মধ্যযুগে মধ্যপ্রাচ্যের আরব মুসলিম বিজ্ঞানী জাবির ইবনে হাইয়ান একমাত্রিক ও চতুর্মাত্রিকতার মধ্যবর্তী হিসাবে উপস্থাপন করেন ১) পারদ এবং ২) সালফেটভিত্তিক দ্বিমাত্রিক বিশ্ব সংগঠনের ধারণাতত্ত্ব। এ ধারণার শত শত বছর অতিক্রান্ত হওয়ার পর অতিপারমাণবিকতায় নতুন ধারণা তত্ত্ব নিয়ে আসেন পরমাণুবিদ ডাল্...