সেন্টার অব ইসলামিক রিসার্চ ফর নিউক্লিয়াস-নিউরন
١. بِسۡمِ ٱللهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِِ ◯ ٢. ٱلۡحَمۡدُ لِلَّهِ رَبِّ ٱلۡعَـٰلَمِينَِ ◯ সেন্টার অব ইসলামিক রিসার্চ ফর নিউক্লিয়াস-নিউরন (সির্ণ) ভূমিকাঃ তিনিই সৃষ্টি করেছেন সূর্য, চন্দ্র ও নক্ষত্ররাজি, যা তারই আদেশের আওতাধীন, জেনে রেখো, তাঁরই কাজ সৃষ্টি করা এবং আদেশ প্রদান করা, আল্লাহ বরকতময় জগতসমূহের প্রতিপালক। (সূরা আল আ’রাফ ৭ : আয়াত ৫৪) নিশ্চয়ই আল্লাহ পাক সর্বজ্ঞানী, সর্ববিষয়ে খবর রাখেন’ (সূরা হুজুরাত, আয়াত: ১৩)। https://quranyusufali.com/49/ বলা হয়ে থাকেঃ “বিজ্ঞানের অগ্রযাত্রা সেদিন থেকে শুরু যেদিন মানব মনে সত্যকে জানার আগ্রহ জেগেছিল”। এ অগ্রযাত্রার অগ্র সৈনিক ছিলেন প্রাচীন যুগের ডেমোক্রিটাস, অ্যারিস্টটল, মধ্যযুগের জাবির ইবনে হাইয়ান, এনালগ যুগের আইজ্যাক নিউটন, দিমিত্রি মেন্ডেলিফ, রাদার ফোর্ড, জে.জে. থমসন, ম্যাক্স প্ল্যাঙ্ক, হাইজেনবার্গ এবং ডিজিটাল যুগের আইনস্টাইন প্রমুখ। গ্রীক প্রাচীন দার্শনিক ডেমোক্রিটাস সত্যকে জানতে চেয়েছিলেন পদার্থের ক্ষুদ্রতম রূপ যে অ্যাটম বা পরমাণু যা অআর ভাঙ্গা যাওয়ার কথা নয় তার মাধ্যমে। অ্যারিস্টটলের ধারণা হলো, সব পদার্থই আসলে একই ...