বৈজ্ঞানিক সংরক্ষণশীলতা প্রসংগে
বৈজ্ঞানিক সংরক্ষণশীলতা প্রসংগে বৈজ্ঞানিক সংরক্ষণশীলতার কারণে পদার্থ বিজ্ঞান এবং তার সূত্রাবলী বর্তমানে স্থিতিশীলবস্থায় বিদ্যমান যার ফলশ্রুতিতে সম্ভবপর হয়ে স্থায়ী তাত্তিক পদার্থ বিজ্ঞান রচনা যার উপর ভিত্তিশীল আজকের সুপ্রতিষ্ঠিত মডার্ণ কসমোলজিক্যাল স্ট্যান্ডার্ড মডেল তত্ত্ব। অসম্ভবঃ সাধারণসূত্রে বস্তু কণা যত দ্রুত গতি লাভ করবে তত ভারী হয়ে উঠবে, তাই বস্ত্ত কণা আলোর গতির উর্ধ্বে চলা অসম্ভব। অসীম ঃ বিশেষসূত্রে অসীম শক্তি প্রয়োগে কেবল সম্ভব বস্তুকণার আলোর গতির উর্ধ্বে চলা । অসীম শক্তির উৎস যে অসীমত্ব তা বার বার নাড়া দিচ্ছে বিজ্ঞান মনস্কতায়। কিন্ত্ত বিজ্ঞানীর এটা একটা সাধারণ নীতি যে, কোনো প্রকার অসীমত্বে জড়াতে বিজ্ঞান অনিচ্ছুক, অপ্রস্ত্তত। অসীমত্বকে বিজ্ঞান অর্থহীন মনে করে। যেমন অসম্ভব মনে করে বস্ত্তকণার আলোর গতি ছাড়িয়ে যাবার বিষয়ে। অর্থাৎ অসীম শক্তি প্রয়োগ হলে পর বস্ত্তকণা আলোর গতি ছাড়িয়ে যেতে পারে। অসীম শক্তির কল্পনাকে বিজ্ঞান অর্থহীন মনে করে বিধায় বস্তুকণা কখনও অালোর গতি ছাড়িয়ে যাওয়াকে অসম্ভব মনে করে থাকেন। উপরোক্ত বর্ণনায় এটা স্পষ্ট যে, বিজ্ঞানে রয়েছে বিশেষ ...