Posts

Showing posts from April, 2023

পবিত্র কুরআন-হাদিসের আলোকে বিজ্ঞান-প্রযুক্তি

 পবিত্র কুরআন-হাদিসের আলোকে বিজ্ঞান-প্রযুক্তি হাদিসের আলোকে দোয়া-কালামের ওজন/ভর প্রসঙ্গে باب مَا جَاءَ فِيمَنْ يَمُوتُ وَهُوَ يَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ حَدَّثَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ لَيْثِ بْنِ سَعْدٍ، حَدَّثَنِي عَامِرُ بْنُ يَحْيَى، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْمَعَافِرِيِّ، ثُمَّ الْحُبُلِيِّ قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ إِنَّ اللَّهَ سَيُخَلِّصُ رَجُلاً مِنْ أُمَّتِي عَلَى رُءُوسِ الْخَلاَئِقِ يَوْمَ الْقِيَامَةِ فَيَنْشُرُ عَلَيْهِ تِسْعَةً وَتِسْعِينَ سِجِلاًّ كُلُّ سِجِلٍّ مِثْلُ مَدِّ الْبَصَرِ ثُمَّ يَقُولُ أَتُنْكِرُ مِنْ هَذَا شَيْئًا أَظَلَمَكَ كَتَبَتِي الْحَافِظُونَ فَيَقُولُ لاَ يَا رَبِّ ‏.‏ فَيَقُولُ أَفَلَكَ عُذْرٌ فَيَقُولُ لاَ يَا رَبِّ ‏.‏ فَيَقُولُ بَلَى إِنَّ لَكَ عِنْدَنَا حَسَنَةً فَإِنَّهُ لاَ ظُلْمَ عَلَيْكَ الْيَوْمَ فَتَخْرُجُ بِطَاقَةٌ فِيهَا...

ইসলামী বিজ্ঞান-প্রযুক্তি তথ্য ব্যাংক (বাংলাদেশ) লিঃ ০২

  বিজ্ঞান যা পারে প্রকৃতিতে এত এত কণা। কিন্ত্ত কণাগুলি কী দিয়ে তৈরি কেউ জানে না। বিজ্ঞানীরা শুধু জানে কণাগুলি প্রাকৃতিকভাবে কোন্ পদ্ধতি-প্রক্রিয়ায় কীভাবে সৃষ্টি বা উদ্ভব। বিজ্ঞানীরা কখনও ডেমোক্রিটাসের মাধ্যমে জেনেছে যে , এসব বস্ত্ত কণারা অ্যাটম দিয়ে তৈরি। অ্যারিস্টটলের মাধ্যমে জেনেছে এই মহাবিশ্ব মাটি, আগুন, বাতাস এবং পানি দ্বারা সৃষ্ট। জাবের ইবনে হায়ানের মাধ্যমে জেনেছে মার্কারি (পারদ) নামে, আরেকটা সালফার। দিমিত্রি মেন্ডেলিফ কর্তৃক প্রণীত মৌলিক পদার্থসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম বিশ্লেষণপূর্বক মৌল সমূহের পর্যায়ভিত্তিক প্রথম  পর্যায় সারণী, চন্দ্রশেখর ভেঙ্কটা রমন প্রণীত দ্বিতীয় পর্যায় সারণী রমন ইফেক্ট তত্ত্বের মাধ্যমে।  বিজ্ঞান যা পারে না প্রকৃতিতে এত এত কণা। কিন্ত্ত কণাগুলি কী দিয়ে তৈরি বিজ্ঞানীরা আজও জানেন না। তাই বিজ্ঞানীদের নিঃসংকোচ স্বীকারোক্তিঃ বিজ্ঞান না পারে আদি, আসল (খাঁটি-বিশুদ্ধ), অকৃত্রিমভাবে অণু-পরমাণু পরিমাণ কিছু সৃষ্টি করতে অথবা না পারে তা পুরোপুরি ধ্বংস করতে। এ প্রসঙ্গে  আলবার্ট আইনস্টাইন বলেনঃ পদার্থ একেবারে চুপসে যেতে পারে না। একসময় সূক্ষ্...