Posts

Showing posts from September, 2023

মহাবিশ্বের বুদ্ধিমাত্রিক জন্ম কথা

  হাইয়েস্ট এনার্জেটিক রেডিয়েশন আইনস্টাইনের সার্বিক আপেক্ষিকতা বলছে , প্ল্যাঙ্ক এপক বা প্ল্যাঙ্ক যুগের আগে একটি মহাকর্ষীয় সিঙ্গুলারিটির অস্তিত্ব ছিল । মনে করা হয় , এ সময়ে প্রকৃতির চারটি মৌলিক বল — মহাকর্ষ , তড়িৎ – চুম্বকত্ব এবং সবল ও দুর্বল নিউক্লীয় বল একীভূত ছিল । এমনকি এদের শক্তিও ছিল একই মাত্রার । এই অবস্থার বৈজ্ঞানিক নাম হাইয়েস্ট এনার্জেটিক রেডিয়েশন। যা     10-33cm. মহাসূক্ষ্ম বিন্দু   আকার ধারণ করে প্রায় ১০ , ০০০ কোটি কোটি কোটি কোটি ডিগ্রি কেলভীন (K) তাপমাত্রায় প্রায় প্রায় ১৫০০ কোটি বৎসর পূর্বে বিগ ব্যাং নামে বিস্ফোরিত হয় বিগ ব্যাং নামে। ০ থেকে 10-43sec. অর্থাৎ এক সেকেন্ডের ১০ কোটি , কোটি কোটি কোটি কোটি ভাগের মাত্র এক ভাগকাল সময়ের মধ্যে মহাবিশ্বের বিস্তৃতির পরিমাণ মাত্র ১০ -৩৫ মিটার।   মহা একীভবন যুগ   পরের যুগের নাম মহা একীভবন যুগ । ব্যাপ্তি বিগ ব্যাংয়ের পরের ১০-৪৩ থেকে ১০-৩৬ সেকেন্ড। এ সময় মহাকর্ষ অন্য তিনটি মৌলিক বল থেকে আলাদা হয়ে যায়। এ জন্যই এ বল তিনটির একীভূত তত্ত্বকে মহা...